টেকসই উন্নয়ন অভিষ্টে (এসডিজি) "নো পোভার্টি ও জিরো হাঙ্গার" অর্জনের প্রত্যয় নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর দৃঢ নেতৃত্বে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ইউনিয়ন পর্যায়ে প্রতি বছর মার্চ,এপ্রিল এবং সেপ্টেম্বর থেকে নভেম্বর মোট ০৫(পাঁচ)মাস হতদরিদ্রদের মাঝে শুভেচ্ছা মুল্যে (প্রতি কেজি চাল ১০ টাকা এপ্রিল-২২ পর্যন্ত এবং বর্তমান প্রতি কেজি ১৫ টাকা মূল্যে) পরিবার প্রতি মাসে ৩০(ত্রিশ) কেজি হারে ভাঙ্গা উপজেলার ১০,১১৩ টি পরিবারের মধ্যে বিতরণ করা হয়। খাদ্যবান্ধব কর্মসূচির তালিকা নিম্নরূপ: