Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ভিশন, মিশন ও উদ্দেশ্য

রূপকল্প (Vision)

  • সবার জন্য পর্যাপ্ত, নিরাপদ ও পুষ্টিকর খাদ্য

 

অভিলক্ষ্য(Mission):

  • সমন্বিত খাদ্য ব্যবস্থাপনার মাধ্যমে দেশের সকল নাগরিকের জন্য খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা।

 

উদ্দেশ্য(Objective):

  • জাতীয় খাদ্য নীতির কলাকৌশল বাস্তবায়ন করা।
  • নিরবিচ্ছিন্ন খাদ্য শস্যের সরবরাহ ব্যবস্থা প্রতিষ্ঠিত করা।
  • খাদ্য সামগ্রীর বাজার দর স্থিতিশীলতা বজায় রাখা।
  • খাদ্য নিরাপত্তা নীতিকে দুর্যোগ ব্যবস্থাপনা/ত্রাণ বিতরণ ব্যবস্থাপনার সাথে সমন্বিত করন।
  • খরা ও দুর্ভিক্ষ এবং খাদ্য সংকট পরিস্থিতি মোকাবেলার সফল ব্যবস্থাপনা।
  • রেশনিং এবং অন্যান্য বিতরণ খাতে খাদ্য সামগ্রীর বিতরণ ব্যবস্থা নিশ্চিত করা।
  • দরিদ্র ও সামাজিকভাবে বঞ্চিত জনগণকে খাদ্য সংগ্রহে সহায়তা প্রদান।
  • খাদ্যশস্যের মূল্য স্থিতিশীলতা রাখা (ওএমএস)।
  • খাদ্য শস্যের অবৈধ মজুদের মনিটরিং
  • আপৎকালীন খাদ্যশস্য মজুদ গড়ে তোলা (অভ্যন্তরীণ সংগ্রহ);
  • সামাজিক নিরাপত্তা বেষ্টনী সম্প্রসারণে সহযোগীতা করা
  • কৃষক এবং ভোক্তা-বান্ধব খাদ্য মূল্য কাঠামো অর্জন।
  • কার্যকর ও যুগোপযোগী খাদ্য বিতরণ ব্যবস্থা/পদ্ধতি প্রবর্তন।
  • লক্ষ্যভিত্তিক খাতে জনসাধারণের কাছে খাদ্যশস্য যথাসময়ে পৌছানো।
  • উৎপাদকগণের উৎপাদিত খাদ্য শস্যের নূন্যতম সহায়ক মূল্য নিশ্চিত করা।